বাউফলে খেলার মাঠে প্রশাসনের উচ্ছেদ অভিযান

বাউফলে খেলার মাঠে প্রশাসনের উচ্ছেদ অভিযান

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : :পটুয়াখালীর বাউফল পৌরসভা শহরে অবস্থিত পাবলিক মাঠের (খেলার মাঠ) পশ্চিম পাশের ঘড়টি অবশেষে উচ্ছেদ করলেন উপজেলা প্রশাসন । আজ বুধবার সকালে থানা পুলিশের সহযোগিতায় ঘড়টি ভেঙ্গে ফেলা হয় ।
সূত্রে জানা যায় বাউফল পৌরশহরের বাজারটি সংস্কারের সময় পাবলিক মাঠ সংলগ্ন সরকারি জায়গায় পৌরকর্তৃপক্ষ একটি টিনের ঘড় নির্মান করে অস্থায়ী বাজার গড়ে তুলেন।বাজার সংস্কারের কাজ সমাপ্ত হওয়ার পর পৌরকর্তৃপক্ষ ঘড়টি ভেঙ্গে না নেওয়ায় সেখানে নিয়মিত সন্ধার পর যুবকদের আড্ডায় পরিনত হয়।এনিয়ে উপজেলা পরিষদের মাসিক সভায়ও কয়েকবার আলোচনা হয়েছে। ঘড়টি পৌরসভার বিধায় তাদের সাথে যোগাযোগ করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব দেওয়া হয়। পৌরকর্তৃপক্ষ কোন গুরুত্ব না দেওয়ায় অবশেষে প্রশাসন খেলার মাঠের ঘড়টি উচ্ছেদ করলেন। দীর্ঘদিন পর ঘড়টি উচ্ছেদ হওয়ায় খেলোয়ার সহ জনসাধনের মুখে হাসি দেখা যায় ।
  পিজুস চন্দ্র দে উপজেলা নির্বাহী অফিসার ও মোঃ সাইফুল ইসলাম বারী সহকারি কমি কমিশনার (ভূমি) বাউফল এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ।